বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবা মামলায় রিমান্ডে
রাজধানী থেকে গ্রেপ্তারের পর বরগুনা পৌরসভার মেয়রের ছেলে আবদুল্লাহ আল মামুনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পল্টন থানা পুলিশ। গত শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে ইয়াবা বড়িসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ জালাল এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল শনিবার ঢাকার মহানগর হাকিম কনক বড়ুয়া একদিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দেন।’
আবদুল্লাহ আল মামুন বরগুনা পৌরসভার মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে।
জালালউদ্দিন বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল আসামি মামুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
গত শুক্রবার বেলা দুপুর ১২টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।