বিয়ের পরেরদিনই বর নিখোঁজ, সন্ধানের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
বর আল আমিনের সন্ধানের দাবিতে মানববন্ধন। ছবি : সংগৃহীত

বিয়ের পরেরদিন থেকেই পাওয়া যাচ্ছে না বরকে । দিবাগত রাত থেকে নিখোঁজ তিনি। এদিকে নিখোঁজ বরের সন্ধান পেতে মানবন্ধন করেছে তাঁর স্বজনেরা।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ওই ঘটনা ঘটে। আজ রোববার দুপুর ১২টার দিকে সখিপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরের পরিবার ও সখিপুর ইউনিয়নবাসী। এ ব্যাপারে সখিপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

নিখোঁজ বরের নাম আল আমিন খাঁ (২৭)। তিনি সখিপুর ইউনিয়নের বাহাউদ্দিন মুন্সীকান্দি গ্রামের মৃত আলী আহম্মদ খাঁর ছেলে।

আল আমিন খাঁ ও মাহাদিয়া আক্তার জুলেখার বিয়ের ছবি। ছবি : সংগৃহীত

বরের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৩ আগস্ট মঙ্গলবার আল আমিনের সঙ্গে একই থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুড়িরচর বেপারীকান্দি গ্রামের জান শরীফ খাঁর মেয়ে মাহাদিয়া আক্তার জুলেখার (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়। পরদিন বুধবার দিবাগত রাত থেকে আল আমিনকে আর পাওয়া যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আল আমিনকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।