বেনাপোলে হুন্ডি ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে জমির উদ্দিন (৩৫) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল রোববার রাতে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১৭ লাখ ৬০ হাজার ২০০ ভারতীয় রুপি ও দুই লাখ পাঁচ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ এ কথা জানান। আটক জমির উদ্দিনের বাড়ি চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায়।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক যাত্রী ভারত থেকে বিপুল রুপি নিয়ে বাংলাদেশে ঢুকছেন। তিনি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছেন- এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ২০০ ভারতীয় রুপি এবং দুই লাখ পাঁচ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিনকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে জমিরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।