ফরিদপুরে এক মাসে ১৩৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত, সাতজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ফরিদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মশারি টানিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। ছবি : এনটিভি

ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এক মাসে এক হাজার ৩৫৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসাবে, এই সময়ে শিশুসহ সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

বর্তমানে ফরিদপুরে ৩৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৬৯ জন ডেঙ্গু রোগী।

এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সব চেয়ে বেশি সংখ্যক ২৯৪ জন ডেঙ্গু রোগী। এসব রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ নার্সরা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৫৯ জন ভর্তি হয়েছিলেন। ৭৮৮ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ১৮৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলায় শিশুসহ সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।