সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

Looks like you've blocked notifications!

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়ায় মারা যান তিনি।

নিহত শাহানারা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান জানান, শাহানারা খাতুন ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৮ আগস্ট রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলায় আলমগীর হোসেন গাজী (১৪) নামের এক মাদ্রাসাছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

এদিকে, সাতক্ষীরায় গতকাল পর্যন্ত ২৯২ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি আছেন ৫২ জন। ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ও খুলনাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।