কুষ্টিয়ায় বাড়ল ডেঙ্গু রোগী

Looks like you've blocked notifications!

কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে শিশুসহ আরো নয়জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই নয়জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে এই হাসপাতালে ১৪ জন শিশুসহ মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানিয়েছেন, প্রতিদিন গড়ে নতুন পুরাতন মিলে ৫০ বা ৬০ জন ডেঙ্গু রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি থাকছেন। রোগীদের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হলেও সর্বাত্মক চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন। কুষ্টিয়ায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী মারা যাননি বলেও জানান তিনি।

কুষ্টিয়া ছাড়া এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ৭ জুলাই কুমিল্লায় প্রথম একজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়।