কুমিল্লায় মোজাফফর আহমদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
মোজাফফর আহমদের তৃতীয় জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আজ বাদ জোহর দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে প্রবীণ এই রাজনীতিবিদকে।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৯৮ বছর বয়সী অধ্যাপক মোজাফফর আহমদকে সম্প্রতি রাজধানীর বেসরকারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত শুক্রবার রাতে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এই রাজনৈতিক সহচর।
মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
তিনি ন্যাপ, সিপিবি এবং ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীনতার পরে ১৯৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিন বছর আগে সরকার তাঁকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করলেও তিনি সবিনয়ে তা ফিরিয়ে দেন।