ত্বকী হত্যাকাণ্ড নারীঘটিত : শামীম ওসমান
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের পেছনে ‘নারীঘটিত ঘটনা’ রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজলার মদনগঞ্জ সমক্ষেত্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন। একই অনুষ্ঠানে তাঁর ভাই সংসদ সদস্য সেলিম ওসমানকে এলাকাবাসী সংবর্ধনা দেয়।
শামীম ওসমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়। আমি আট মাস কাজ করতে পারিনি। কোনো সময় ত্বকীর ঘটনা, কোনো সময় সেভেন মার্ডারের ঘটনা, এরপর আমার বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় আমি নির্বাচনী এলাকায় কাজ করতে পারিনি আট থেকে নয় মাস। তবে এইবার এক বছর এক মাসের মধ্যে আমি যে কাজ করেছি, যেটুকু টাকা আমি আমার নির্বাচনী এলাকার জন্য এনেছি, আমার জানা মতে বাংলাদেশের ৮০ পার্সেন্ট এমপি সেই পরিমাণ টাকা গত দুই বছরেও সেটা নিতে পারে নাই।’
‘খুব কষ্ট হয়, মানুষ তো মরেই যাবে, বন্দরবাসী আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। আমার ভাই মৃত্যুর আগে অনেক কষ্ট নিয়ে মরেছেন। ত্বকী হত্যার ঘটনা নিয়ে বারবার আমাদের পরিবারকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার ভাই, আপনাদের সাক্ষী রেখে এই মাটিতে এই প্রথম আমি বলছি, ত্বকী হত্যার তদন্ত চাই, বিচার বিভাগীয় তদন্ত চাই। এবং আমি এটাও বলতে চাই, এই ঘটনা একটি নারীঘটিত ঘটনা। কোথায় ঘটেছে, কেমন করে ঘটেছে তার সবকিছুই আমাদের জানা আছে। আমরা এর তদন্ত চাই এবং প্রকৃত খুনিদের বিচার করতে চাই। যারা এটা ঘটিয়েছে তারাও জানে, যারা আমাদের বিরুদ্ধে বলেছে, যে এটা কারা ঘটিয়েছে, কোন মেয়েটা সেখানে উপস্থিত ছিল। তার সাথে কে ছিল, সাক্ষী কে ছিল তারাও জানে।’
শামীম ওসমান বলেন, ‘ঠিক যেভাবে সেভেন মার্ডার করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী করেছে, বাইরের লোক করে নাই। ঠিক একই গ্রুপ দিয়ে, র্যাবের ওই দুইটা অফিসারই এই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র আইভীর টাকা নিয়ে আর ওই সব সুশীলসমাজ ড. কামাল হোসেনের টাকায় নারায়ণগঞ্জে তাদের ঘাঁটি বানাতে চেষ্টা করেছিল। কারণ কি? জামায়াতের টাকা গেছে। জামায়াতের প্ল্যান হচ্ছে হিট অ্যান্ড রান। নারায়ণগঞ্জের জমি ব্যবহার করে ঢাকায় গিয়ে হিট করবে। এ জন্য অন্তরায় মনে করেছে শামীম ওসমান। অন্তরায় মনে করে একবার বোমা মেরে হত্যার চেষ্টা করেছে, পারে নাই। এখন চিন্তা করেছে এইভাবে মারা যাচ্ছে না। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে তাঁকে হত্যা করা হোক।’
শীতলক্ষ্যা নদীর ওপর তৃতীয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, ডাবল গেজ রেললাইনের ও শান্তির চরে নিট পল্লী স্থাপনে সরকারের অনুমোদন পাওয়ায় ‘বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের’ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, জাতীয় পার্টি নেতা আবু জাহের, ইউপি চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।