চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সাঈদ খোকন

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পুরোনো ছবি : এনটিভি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। গতকাল রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।  

ডিএসসিসির একটি সূত্র জানায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর গেছেন মেয়র সাঈদ খোকন। আজ সোমবার তাঁর চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা না দিলে পরের দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে। মেয়র দেশের বাইরে থাকলেও ডিএসসিসির ডেঙ্গু নির্মূল অভিযান ও মশা নিধন কার্যক্রম মনিটরিং করবেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এনটিভি অনলাইনকে বলেন, মেয়র স্বশরীরে উপস্থিত না থাকলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।  হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।