গোপালগঞ্জে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহমুদা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে গোপালগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তাঁর মৃত্যু হয়। মাহমুদা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাদুয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিনা মধু জানান, সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে মাহমুদা হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ৪ নম্বর বেডে ভর্তি হন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক ওই গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নার্স স্বর্ণা সাহা ও মালতি বিশ্বাস ওই ওয়ার্ডে নাইট ডিউটি করেন। তারা ওই রোগীর মৃত্যুর খবর হাসাপাতাল অফিসে জানাননি। তাই এটি আমরাও সন্ধ্যার পরে জেনেছি। ওই ওয়ার্ডে কর্মরত নার্স ও সুপাভাইজারদের কাজে অবহেলার অভিযোগে শোকজ করা হবে।

ডা. অসিত মল্লিক আরো জানান, এ পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২২ জন ভর্তি ছিলেন। বাদ বাকি ২১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।