দ্রুত প্রবাসীদের এনআইডি দেবে ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আজ বুধবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শন করতে আসেন। ছবি : এনটিভি

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। দ্রুত সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এজন্য প্রথমে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। সেখানকার সব কাজ শেষপর্যায়ে। দেশটির অনুমোদন পেলেই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

আজ বুধবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড দিতে আমরা এখনো কাজ করছি।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা  মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা নওবায়ুল ইসলাম, সদর নির্বাচন কর্মকর্তা নূর আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক প্রমুখ।