ঝিনাইদহে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে হামলায় পৌর মেয়রের কারাদণ্ড
ঝিনাইদহে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও মারপিটের মামলার রায়ে হরিণাকুন্ডু পৌরসভার বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিংয়ের কারণে উপজেলার দ্বিগনগর গ্রামে পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু তাঁর লোকজন হামলা চালান। এ সময় উপকেন্দ্রে ভাঙচুরসহ ইউসুফ আলী নামের এক লাইনম্যানকে মারধর করেন তারা । এ ঘটনার পরের দিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. এমরুল হাসান মাসুদ বাদী হয়ে পৌরসভার মেয়রসহ ছয়জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর পর ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতে এ মামলার বিচার শুরু হয়।
আজ বৃহস্পতিবার হরিণাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম।