নিউইয়র্কে বৈঠক হতে পারে শেখ হাসিনা-মোদির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/30/photo-1567167333.jpg)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, জাতিসংঘ সদর দপ্তরে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠক ও সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে এবং এতে হাসিনা ও মোদি উভয়ের অংশ নেওয়ার কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফর করবেন শেখ হাসিনা। এ সফরে সই করার জন্য এখন কতগুলো দ্বিপক্ষীয় চুক্তি প্রস্তুত করছে দুদেশ।
সম্প্রতি ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তাঁরা শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রস্তাব বিনিময় করেন।
সফরকালে শেখ হাসিনা আগামী ৩-৪ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটেও যোগ দেবেন।