রোহিঙ্গা শিবির থেকে ৪১ এনজিওকে প্রত্যাহার : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

রোহিঙ্গা শিবিরে ‘অপকর্মে লিপ্ত থাকায়’ তালিকা করে ৪১ এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা এলাকায় আমাদের প্রায় ১৩৯টি বিদেশি এনজিও রয়েছে। স্বদেশি ও স্থানীয় কিছুও আছে। বিদেশি এনজিওগুলো বাইরে থেকে টাকা আনে, আমাদের সাহায্য করে। তাতে আমাদের দেশ লাভবান হয়। তবে টাকাগুলো খারাপ কাজে ব্যবহৃত হয়। আমরা এর আগে প্রায় ৪১টি এনজিওর তালিকা করে তাদের প্রত্যাহার করেছি। কারণ তারা অপকর্মে লিপ্ত ছিল। এখন আবার নতুন করে দেখছি যে, কিছু কিছু এনজিও তাদের কাজের শর্ত অর্থাৎ তারা কী কী করতে পারে তার বাইরে অন্যরকম কাজ করছে বলে আমাদের কাছে রিপোর্ট এসেছে। এজন্য আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। আমাদের স্থানীয় প্রশাসন ও ইন্টেলিজেন্স ব্যুরো তাদের চিহ্নিত করছে। এটা করলে আমরা তাদের বলব যে আপনারা আপনাদের কাজের শর্ত ভঙ্গ করেছেন, গর্হিত কাজ করেছেন। তখন আমরা তাদের প্রত্যাহার করব। তবে ইতিমধ্যে আমরা তদবির পাচ্ছি। তদবির শুরু হয়ে গেছে। স্বদেশি ও বিদেশি প্রতিষ্ঠান সুপারিশ করছে যে, এরা ভালো কাজ করছেন, একটা দুইটা ভুল করেছে। দেখা যাক এ ব্যাপারে কী করা যায়।’

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তাও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।