যশোরে নতুন ৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Looks like you've blocked notifications!
যশোর জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের পাশে চিকিৎসক। ছবি : এনটিভি

যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরো ৫২ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৩৭ জন ডেঙ্গু রোগী।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট এক হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক হাজার ৮০ জন। আর মারা গেছেন একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৩৭ জন। যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১০৬ জন, আটটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, স্থানীয়ভাবে রোগীর সংখ্যা বাড়ছে। ফলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমাতে গেলে দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। এ ছাড়া আক্রান্তদের বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছি।’ 

ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘চলমান মশক নিধন অভিযান অব্যাহত থাকলে দ্রুতই ডেঙ্গুমুক্ত যশোর ঘোষণা করা সম্ভব হবে।’