ফরিদপুর অঞ্চলে রাজবাড়ী চ্যাম্পিয়ন
ফরিদপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটি আয়োজিত কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫-এর ফরিদপুর অঞ্চলের খেলা শেষ হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে রাজবাড়ী জেলা দল ও ফরিদপুর জেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কোনো দল গোল করতে না পারায় পেনাল্টি শুটআউটে জয়-পরাজয় নির্ধারণ হয়। টাইব্রেকারে রাজবাড়ী জেলা দল ফরিদপুর জেলা দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়।
ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক এস এম এ আহসান তুহিন, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাছুদুর রহমান চুন্নু প্রমুখ।
আঞ্চলিক পর্বের এ খেলায় মাদারীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও শরীয়তপুর অংশ নেয়।
এ বছর ফরিদপুর ছাড়াও রাজশাহী, রংপুর, যশোর, মেহেরপুর ও লক্ষ্মীপুরে আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে।