ফরিদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

Looks like you've blocked notifications!

ফরিদপুর সদরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভুল চিকিৎসার কারণে একজন প্রসূতি মায়ের মৃত্যু অভিযোগ উঠেছে। তবে হাসপাতালটির দাবি, সিজারের সময় রোগীর মৃত্যু হয়নি। পরের দিন সকালে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই প্রসূতি।

নিহত স্বজনদের অভিযোগ, শুক্রবার সকালে অস্ত্রোপচারের (সিজার) জন্য এ হাসপাতালে ভর্তি হন ফরিদপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক খায়রুন্নাহার তানি। বেলা ১১টার দিকে তাঁর সিজার করেন ডা. দিলরুবা জেবা। সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তানি। সিজারের পর রাতে তাঁর অবস্থার অবনতি হয়। এরপর শনিবার সকালে তিনি মারা যান।

নিহতের স্বামী সাফওয়ান করিমের দাবি, ভুল চিকিৎসার কারণেই তাঁর স্ত্রী তানি মারা গেছেন।

এদিকে, ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ভর্তির সময়ে রোগীর সব রকমের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই রোগী মারা গেছেন।

এ বিষয়ে চিকিৎসক দিলরুবা জেবার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।