দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে গিয়ে ফের দুর্ঘটনা, এএসআইসহ নিহত ৩

Looks like you've blocked notifications!
আজ সোমবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ তিনজন নিহত হন। ছবি : এনটিভি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত একটি ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধারকালে পুলিশের পিকআপভ্যানকে পেছন দিক থেকে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় তিনজন নিহত হন।

নিহতরা হলেন চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আকতার হোসেন। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী ছোট বাতুয়া গ্রামে। লক্ষ্মীপুর জেলার নন্দীগ্রামের সুমন আহমেদ। তিনি একটি পিকআপভ্যানের চালকের সহকারী ছিলেন এবং নোয়াখালী জেলার সেনবাগ গ্রামের মো. ফাহাদ।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভোরে কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় সংঘর্ষে ট্রাক-কাভার্ডভ্যান বিকল হয়ে যায়। হাইওয়ে পুলিশ র‌্যাকার নিয়ে দুটি গাড়ি উদ্ধার করতে গেলে পেছন দিক থেকে পুলিশের পিকআপভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।