ফরিদপুরের নতুন ৩৯ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

Looks like you've blocked notifications!
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি : এনটিভি

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালগুলোতে। গতকাল রোববার ভর্তি হয়েছিল ৪৬ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ২৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে  ১৩৭৬ জন ডেঙ্গু রোগী। যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত মোট ১৯৪১ জন ভর্তি হয়েছিল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৯ জন। বর্তমানে ভর্তি আছে ২৫০ জন। এ ছাড়া ১৩৭৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। ৩০৮ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসাবে শিশুসহ এ পর্যন্ত সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।