পাবনায় মোটর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Looks like you've blocked notifications!
পাবনায় শ্রমিক ধর্মঘটের সময়ে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস। ছবি : এনটিভি

মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় পাবনায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আলাল হোসেন জানান, চলমান আন্দোলন নিয়ে আজ সোমবার দুপুর ২টার দিকে জেলার সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে মোটরমালিক গ্রুপ ও মোটরশ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক করেন। সেই সময় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় মালিকপক্ষ। এরপর কর্মবিরতি প্রত্যাহার করে নেন পরিবহন শ্রমিকরা।

সরকার দীর্ঘদিন ধরে নির্ধারিত বর্ধিত ভাড়া নিলেও শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছিল মালিকপক্ষ।

এজন্য আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধমর্ঘট পালন শুরু করে মোটরশ্রমিকরা। ফলে পাবনা থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার কোচ এবং অভ্যন্তরীণ রুটে আঞ্চলিক বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ।

বিকেলের মধ্যে সব ধরনের বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছে শ্রমিকরা।