মুন্সীগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে প্রতিবাদসভা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/03/photo-1567449655.jpg)
মুন্সীগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুন্সীগঞ্জ সচেতন নাগরিক ঐক্য’ সংগঠনের ব্যানারে প্রতিবাদসভা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও পুরাতন মিটার লাগানোর দাবিতে প্রতিবাদসভা করেছে ‘মুন্সীগঞ্জ সচেতন নাগরিক ঐক্য’ নামের একটি সংগঠন।
শহরের কাচারি এলাকায় আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদসভার পর বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপিস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মুন্সীগঞ্জ জেলার সভাপতি শ ম কামাল হোসেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হামিদা খাতুন, নাট্য সংগঠক জাহাঙ্গীর আলম ঢালী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম প্রমুখ।