নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় গ্রেপ্তার ৪৬
নাশকতার লক্ষ্যে পরিকল্পিতভাবে জড়ো হওয়ার অভিযোগে সাতক্ষীরা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সাতটি উপজেলায় গ্রেপ্তার এই ৪৬ জনের মধ্যে ৩০ জনই জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছে যৌথ বাহিনী।
গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে এক বা একাধিক নাশকতার মামলা রয়েছে। নতুন করে নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে জড়ো হওয়ার চেষ্টা করায় আজ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দেবহাটা থানা থেকে ১২ জন, সাতক্ষীরা সদর থেকে ১১ জন, কালীগঞ্জ থেকে সাতজন, কলারোয়া থেকে ছয়জন, আশাশুনি থেকে চারজন, শ্যামনগর ও পাটকেলঘাটা থেকে তিনজন করে এবং তালা থানা থেকে একজন রয়েছেন।
তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।