মাসুদা ভাট্টির মামলায় ব্যারিস্টার মইনুল ফের কারাগারে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নাকচ করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ ব্যারিস্টার মইনুল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ব্যারিস্টার মইনুলের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নারী সাংবাদিক মাসুদা ভাট্টি বাদী হয়ে সিএমএম আদালতে মামলা দায়ের করেন। এই মামলাতে ব্যারিস্টার মইনুল হোসেন উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের আদেশে নির্দেশনা ছিল, সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে উচ্চ আদালতের দেওয়া জামিনের বিষয়ে অবহিত করতে হবে। সেই সঙ্গে পুনরায় নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে।’
গত বছর ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক নারী সাংবাদিককে করা মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। এরপর রংপুরে করা মানহানির এক মামলায় গত বছরের ২২ অক্টোবর রাত পৌনে ১০টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন।