একই পরিবারের ১৫ জন্মান্ধকে তারেক রহমানের সহায়তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে একই পরিবারের ১৫ জন জন্মান্ধকে এক বছরের ভরণ পোষণ বাবদ খরচ দিয়ে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ জন্মান্ধ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের এক বছরের খাবার, পোশাক ও অর্থ সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মোশারফ হোসেন বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিকেলে শহরের সাতমাথা এলাকায় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পক্ষে লিফলেট বিতরণ করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলীসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা।