জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের দায়িত্বে আছাদুজ্জামান মিয়া

‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।
এরই মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। গত ১৩ আগস্ট ছিল আছাদুজ্জামান মিয়ার চাকরির শেষদিন। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে আছাদুজ্জামান মিয়াকে ৩০ দিনের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আছাদুজ্জামান মিয়াকে আগামী ১৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া। চার বছর সাত মাসেরও বেশি সময় ধরে তিনি ওই দায়িত্ব পালন করে আসছেন।