চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাস নামের একজনের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাস (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্ত বিপ্লব দাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। অবস্থার অবনতি হলে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পরপর জরুরি বিভাগে তিনি মারা যান। বিপ্লব দাসের বাড়ি চট্টগ্রামের দোহাজারীতে।

এর আগে গত শনিবার চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাদশা মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. আখতারুল ইসলাম জানান, মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১৭ জন শিশুসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।