ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। গতকাল মঙ্গলবার রাতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ রাজধানীতে পৌঁছান তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
ঢাকার উদ্দেশে তেহরান ছাড়ার আগে জাভেদ জারিফ জানিয়েছিলেন, ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেইসঙ্গে ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি জানান, জারিফ বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
বাংলাদেশ সফর শেষে ইন্দোনেশিয়া সফরে যাবেন জারিফ। ইন্দোনেশিয়া সফরে গিয়ে জাকার্তা-তেহরান সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কূটনৈতিক অঙ্গনে ইরানের শক্তিশালী উপস্থিতির অংশ হিসেবে জারিফের এই বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর। বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।