অনবরত ফোন, গালিগালাজ, শবনম ফারিয়ার জিডি

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : এনটিভি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য এবং মোবাইল ফোনে অনবরত কল দিয়ে গালিগালাজসহ উত্ত্যক্ত করার অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি রাজধানীর পল্টন মডেল থানায় নিরাপত্তা চেয়ে এ জিডি করেন। জিডি নম্বর ১৮৮। তারিখ : ৩/৯/১৯।

জিডিতে শবনম ফারিয়া উল্লেখ করেন, আমি আমার ফেসবুক Sabnam Faria নিয়মিত ভালোভাবে ব্যবহার করে আসছি। সাত দিন আগে আমার ফেসবুকে দেখতে পাই যে, কিছু আজেবাজে কমেন্ট আসে। তার চার দিন পর ফেসবুক আইডি Mehedi Hasan Forhad Friends For Life থেকে Men’s Fair and Lovely Channel i Hero ke hobe Masud Rana? এর প্রোগ্রামের ছবি পোস্ট করে ও আমার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়। যার কারণে আমার মোবাইলে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন করে। এ ছাড়া অন্যান্য ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা প্রচার করছে। উক্ত ঘটনার কারণে আমার মান সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

শবনম ফারিয়ার জিডি প্রসঙ্গে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল বলেন, যেহেতু ঘটনাটি সামাজিক যোগাযোগ সংশ্লিষ্ট তাই জিডিটি গতকালই ডিএমপি সাইবার ক্রাইম বিভাগের হস্তান্তর করা হয়েছে। জিডির বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম  ইউনিট তদন্ত করে দেখছে।

এ প্রসঙ্গে শবনম ফারিয়া গতকাল এনটিভি অনলাইনকে বলেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেনস হিরো- কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের বিচারক ছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শোর কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর আমার ব্যক্তিগত মুঠোফোন নম্বর কারা যেন অন্তর্জালে ছড়িয়ে দিয়েছে। এজন্য থানায় জিডি করে এলাম। কিছু মানুষ আমার নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ করেছি।’