আওয়ামী লীগের সম্মেলন কবে, জানা যাবে ১৪ সেপ্টেম্বর

Looks like you've blocked notifications!

আগামী ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা। সেই সভা থেকে দলটির ২১তম জাতীয় সম্মেলনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন একাধিক নেতা। তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনের বিষয়টি কার্যনির্বাহী পরিষদের সভায় আলোচনা হতে পারে। তবে নেত্রী সিদ্ধান্ত দিলে যেকোনো মুহূর্তে সম্মেলন করার জন্য প্রস্তুতি রয়েছে আমাদের।

আওয়ামী লীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী জাতীয় সম্মেলন হয় তিন বছর পরপর। সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ২৩ অক্টোবর। সে হিসেবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর মাসে।

এ বিষয়ে গত মার্চ মাসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠকের পর দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আটটি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের উপদেষ্টামণ্ডলী, সভাপতিমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের সমন্বয়ে গঠিত এই টিমসমূহ আটটি সাংগঠনিক বিভাগের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে।’

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবরের মতোই বলে আসছেন,  সঠিক সময়ে সম্মেলন হবে। সর্বশেষ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জাতীয় সম্মেলন অক্টোবরেই হওয়ার কথা। অক্টোবরে এখনো ঠিক আছে। আমরা তো পরিবর্তন করিনি। পরিবর্তন করলে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে তা করার বিষয় আসবে। আমরা এক মাসের নোটিশ দিয়েও জাতীয় সম্মেলন অতীতে করেছি। তবে আমাদের প্রস্তুতি চলছে।’

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেন, সম্মেলন কবে হবে সেই বিষয়টি আপনারা আওয়ামী লীগের আগামী ১৪ তারিখের কার্যনির্বাহী পরিষদের বৈঠক থেকেই জানতে পারবেন। বৈঠকে সম্মেলন নিয়ে একটা গঠনমূলক সিদ্ধান্ত আসবে।

সর্বশেষ ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। টানা আটবারের মতো নির্বাচিত হন তিনি। আর সাধারণ সম্পাদক পদে নতুন দায়িত্ব পান ওবায়দুল কাদের।