ডেঙ্গুতে নার্সের মৃত্যু, রয়ে গেল ২৭ দিনের সন্তান

Looks like you've blocked notifications!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চামেলী বেগম (২৮) নামের এক নার্স মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মগবাজার এলাকার রাশমনো হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চামেলী মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের মৃত মোহন খানের মেয়ে এবং সদর উপজেলার দীঘি ইউনিয়নের রৌহাদহ গ্রামের সবুজের স্ত্রী। চামেলী মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। তাঁর ২৭ দিন বয়সী এক শিশুসন্তান রয়েছে। চামেলীর বড় ভাই মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, জ্বর হলে তাঁর বোনকে প্রাথমিকভাবে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর চামেলীর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় এনে রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চামেলীকে লাইভ সাপোর্ট দেওয়া হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চামেলী মারা যান।

এদিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. মানবেন্দ্র সরকার জানান, ওই রোগী গত ২৯ আগস্ট দুপুর ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ওই রোগী মারা গেছেন কি না, তা তিনি জানেন না বলে জানান।