পাবনায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় ৬ মাসের সাজা

Looks like you've blocked notifications!

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে জাহাঙ্গীর আলম (২৪) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদের ভ্রাম্যমাণ আদালত এ সাজার নির্দেশ দেন।

এর আগে আজ সোমবার দুপুরে জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জাহাঙ্গীরের বাড়ি চাটমোহর উপজেলার বারোকোলা গ্রামে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, পাকশী বাজার সংলগ্ন স্কুলে যাওয়ার সময় ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করত জাহাঙ্গীর। আজ একইভাবে উত্ত্যক্তের সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।