সাভারে পোশাককর্মীকে গণধর্ষণের অভিযোগ
সাভারে এক নারী পোশাককর্মী (২৩) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক সাভারের একটি কারখানায় কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারখানা ছুটি হওয়ার পর ওই নারী আলামিন নামের এক বন্ধুর সঙ্গে নামাগেন্ডা এলাকায় বাসায় যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত শাওন তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর শাওন, ইলিয়াস, আরিফ ও সুমন এই চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
আজ শুক্রবার সন্ধ্যায় ওই নারী সাভার মডেল থানায় শাওনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ সন্ধ্যায় নামাগেন্ডা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ‘আসামিদের আগামীকাল আদালতে পাঠানো হবে।’