কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লাকসাম সড়কের রতনপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, আজ বিকেলে ৪টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় কুমিল্লা থেকে লাকসামগামী একটি ট্রাকের সঙ্গে লাকসাম থেকে কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আবদুল ওয়াদুদ ও আলী আক্কাস। এ সময় আহত হয় অটোরিকশার আরো দুই যাত্রী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।