বালিশ ও পর্দা কেনায় দুর্নীতি ছিঁচকে কাজ : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
রাজধানীর ধানমণ্ডিতে আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈ‌তিক কার্যালয়ে ওবায়দুর কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রূপপুরের বালিশ বা ফরিদপুর মেডিকেলের পর্দা কেনায় দুর্নীতি ছিঁচকে কাজ। এর সঙ্গে কোনো মন্ত্রী-এমপির সম্পৃক্ততা নেই। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈ‌তিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের ছিঁচকে কাজগুলো যারা করে থাকে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিশ্চয়ই এমপি বা মন্ত্রী নন। মন্ত্রী বা এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। এখানে তো হাওয়া ভবনের মতো লুটপাটের বিষয় নেই। যারা এ অভিযোগ করে তারা তো দেশটাকে লুটপাট করে খেয়েছে। হাওয়া ভবনই ছিল তখন খাওয়া ভবন। এখন ক্ষমতার কোনো বিকল্প সেন্টার নেই। লুটপাটের কোনো ভবন এ সরকারে আমলে নেই, এটা আমি দাবি করে বলতে পারি। এই যে বালিশ আর পর্দা এটার সঙ্গে হাওয়া ভবনের উৎপাতকে মিলানো যায় না।’

সম্প্রতি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর  রোগীকে আড়াল করে রাখার এক সেট পর্দার দাম পড়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। শুধু এ পর্দা নয়, কলেজের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় প্রায় ৪১ কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ ব্যাপারে তদন্ত করতে সম্প্রতি দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবনে বালিশ, চাদর, কম্বল, লেপ কেনা ও ভবনে ওঠানো নিয়ে দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।