নগরকান্দায় সাংবাদিকের বাবার ইন্তেকাল
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের প্রত্যাশা উপজেলা প্রতিনিধি বেলায়েত হোসেন লিটনের বাবা আবদুল মাজেদ মোল্লা (৬৫) আর নেই। আজ সোমবার সকাল ৬টায় ঢাকার মগবাজারের কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুল মাজেদ মোল্লা পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব নগরকান্দার শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবদুল মাজেদ মোল্লাকে দাফন করা হয়েছে।
মরহুমের জানাজায় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বেলায়েত হোসেন লিটনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহিন, নগরকান্দা পৌরসভার মেয়র মো. রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান বাবু প্রমুখ।