ভাষাসৈনিক মুহাম্মদ মুসা আর নেই

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে আজ শনিবার বিকেলে বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও ভাষাসৈনিক মুহাম্মদ মুসার জানাজা হয়। ছবি : এনটিভি

বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও ভাষাসৈনিক মুহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টায় জেলা সদরের মৌড়াইল এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ মুসা স্ত্রী, এক মেয়ে এবং আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়।

মুহাম্মদ মুসার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তাঁর সুহৃদরা। বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক হিসেবেও এলাকায় জনপ্রিয় ছিলেন মুহাম্মদ মুসা।