ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার নিজামনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।

নিহত সজল মিয়া (২৪) সদর উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে ওসি শাহ কামাল আকন্দের ভাষ্য, গভীর রাতে নিজামনগরে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী  মাদক  কেনাবেচা করছে—এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও শটগানের ফাঁকা গুলি করে।  

'পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী সজল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি চাকু ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সজলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।'

ওসি আরো দাবি করেন, এ সময় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়েছেন।