মাদারীপুরে রোহিঙ্গা কিশোর আটক

Looks like you've blocked notifications!
গতকাল শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়। ছবি : এনটিভি

মাদারীপুরে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ওই কিশোরের নাম মো. জয়নাল (১৬)। সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পুলিশ সুপার কার্যালয়ের পেছনে শকুনি লেকপাড় এলাকায় একটি ছেলে হাঁটাহাঁটি করছিল। এ সময় তার চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর পরিচয় জানতে চাইলে প্রথমে সে পরিচয় গোপন করে। পরে জানায়, সে কক্সবাজার থেকে গাড়িতে করে এখানে চলে এসেছে। তার বাবা অনেক আগেই মারা গেছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল হান্নান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেকেই বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। মাদারীপুরে আটক কিশোরকে আদালতের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছি।’