শিশু ধর্ষণ বেড়েছে চার গুণ
দ্বিগুণ কিংবা তিন গুণ নয়, গেল বছরের ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে শিশু ধর্ষণ বেড়েছে চার গুণ। এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে। এর জন্য বিশ্লেষকরা মূলত দায়ী করছেন ইন্টারনেটের অপব্যবহার এবং আইনের শাসনের ঘাটতিকে। একইভাবে চলতি বছরে শিশু নির্যাতনও বেড়েছে দ্বিগুণ কিংবা তিন গুণ হারে।
শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে দেখা যায়, গত বছরের প্রথম ছয় মাসে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৬২টি সেখানে চলতি বছরের প্রথম ছয় মাসে তা হয়েছে ২৩০টি অর্থাৎ প্রায় চার গুণ। এমনকি গত বছরের পুরো ১২ মাসে যেখানে ১৯৯টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে এই বছর প্রথম ছয় মাসেই তা পৌঁছে গেছে ২৩০-এ।
শিশুদের জন্য যে এ বছর খারাপ তার আরো প্রমাণ পাওয়া যায় অন্যান্য নির্যাতনের ক্ষেত্রে। গত বছরের প্রথম ছয় মাসের সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাস তুলনা করে দেখা যায়, আত্মহত্যার ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ, দুর্ঘটনায় শিশুমৃত্যু বেড়েছে দ্বিগুণ, পানিতে ডুবে শিশু মৃত্যু বেড়েছে প্রায় দেড়গুণ এবং শিশু অপহরণ বেড়েছে প্রায় পাঁচ গুণ। কেবল শিশু হত্যার চিত্রের তেমন কোনো পরিবর্তন ঘটেনি গত বছরের তুলনায়।
বিস্তারিত দেখুন আশিকুর রহমান চৌধুরীর ভিডিও প্রতিবেদনে :