মহাসচিব রাঙ্গার সংবাদ সম্মেলন

জাপায় সমঝোতা হয়েছে, কাদের চেয়ারম্যান, রওশন বিরোধী নেতা

Looks like you've blocked notifications!

দলের নেতৃত্ব নিয়ে তুমুল দ্বন্দ্বের মধ্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, গোলাম মোহাম্মদ (জি এম) কাদের পার্টির চেয়ারম্যান আর রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

আজ রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ রাঙ্গা এসব সিদ্ধান্তের কথা বলেন। এ সময় তিনি আরো জানান, এ ছাড়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘গতকাল রাতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রতিটি দলেই কিছু মানুষ থাকে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ফায়দা লুটতে চায় পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি করে।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরো বলেন, ‘প্রতিটি পরিবারেই ঝামেলা সৃষ্টি হয়, আবার সবাই মিলে তা সমাধানও করা হয়। জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। কোনো বিভাজন নেই জাতীয় পার্টির নেতৃত্বে। চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, খোরশেদ আলম খুশু, এম. এ. রাজ্জাক খান, সুমন আশরাফ, কাজী আবুল খায়ের, সুজন দে, মোস্তফা কামাল, মো. হাবিবুল্লাহ, কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার গালিব, আবু সাদেক বাদল, এনাম জয়নাল আবেদিন, ফজলে এলাহী সোহাগ, ফারুক শেঠ, ঝোটন দত্ত, নোমান ইকবাল খশরু, এম. এ. সোবহান, নুরুল হক, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম মিন্টু, এম. এ. গাজী সালাম, সমরেশ মণ্ডল মানিক, নজরুল ইসলাম, ছাত্রসমাজের আহ্বায়ক মো. জামাল উদ্দিন প্রমুখ।