মাসুদা ভাট্টির মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/08/photo-1567937224.jpg)
অবশেষে মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
ব্যারিস্টার মইনুলের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেছেন।’
তাহেরুল ইসলাম বলেন, ‘এর আগে গত ৩ সেপ্টেম্বর সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় তিনি আত্মসমর্পণ করলে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেন ব্যারিস্টার মইনুল। এ মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরে গত বছরের ২১ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম, রংপুরে মানহানির মামলা করা হয়। রংপুরের মামলায় মইনুল গ্রেপ্তার হলে দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। এর পরে কারামুক্ত হন তিনি।