মাসুদা ভাট্টির মামলায় জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল

নারী সাংবাদিক মাসুদ ভাট্টির করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
আজ রোববার কেরানিগঞ্জে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগার বিকেল সাড়ে ৪টায় ব্যারিস্টার মইনুল মুক্তি পান। ব্যারিস্টার মইনুল হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ওই তথ্য জানিয়েছেন।
তৌহিদ বলেন, ‘আজ পাঁচ হাজার টাকা মুচলেকায় মইনুলের জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।’
তাহেরুল ইসলাম বলেন, ‘এর আগে গত ৩ সেপ্টেম্বর সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় তিনি আত্মসমর্পণ করলে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
গত বছর ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক নারী সাংবাদিককে করা মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। এরপর রংপুরে করা মানহানির এক মামলায় গত বছরের ২২ অক্টোবর রাত পৌনে ১০টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন।