ভৈরবে ট্রাক্টরচাপায় ছেলে নিহত, বাবা আহত

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে আজ রোববার বিকেলে ট্রাক্টরচাপায় নিহত জুয়েল মিয়া। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরের চাপায় জুয়েল মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই তরুণের বাবা বকুল মিয়া। আজ রোববার বিকেলে পৌর শহরের নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল ভৈরব পৌরসভার পরিচ্ছন্নকর্মী বকুল মিয়ার ছেলে। তাঁদের বাড়ি পাবনা জেলার আতাইকুলা উপজেলা গঙ্গারামপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বকুল মিয়া একটি বেসরকারি সংস্থার হয়ে ভৈরব পৌরসভায় পরিচ্ছন্নকর্মী হিসেবে দুই বছর ধরে কর্মরত আছেন। গতকাল শনিবার তাঁর এক ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গ্রামের বাড়ি থেকে ভৈরব আসেন আরেক ছেলে জুয়েল মিয়া।

জুয়েল আজ বিকেলে বাবার কাজে সাহায্য করতে তাঁর সঙ্গে যান। কাজ শেষে ফেরার পথে শহরের নিউটাউন মনু বেপারীর বাড়ি সংলগ্ন এলাকায় বালুবোঝাই একটি ট্রাক্টর তাঁদের চাপা দেয়। এতে বাবা ও ছেলে দুজনই আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ও স্থানীয় কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে তাঁদের দেখতে যান।

এদিকে পুলিশ স্থানীয়দের সহায়তায়  ট্রাক্টরসহ চালক জুয়েল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।