নির্বাচন কমিশন ভবনে আগুন

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে রোববার রাতে আগুন লাগে। ছবি : এনটিভি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোয়া এক ঘণ্টা পর আগুন নিভিয়েছে।

রোববার রাত ১১টা ৬ মিনিটের দিকে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান। তিনি জানান, নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে প্রচুর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।