ঝিনাইদহে কুপিয়ে ও শ্বাসরোধে বিজিবি সদস্যকে হত্যা
ঝিনাইদহ জেলা শহরের হামদহ দাসপাড়ায় নুরুজ্জামান নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর মৃতদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির প্রকৃত বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। ঝিনাইদহ জেলা শহরের হামদহ দাসপাড়ায় বাড়ি করে বসবাস করে আসছিলেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, নিহত ব্যক্তির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় গামছা পেঁচানো এবং পা বাঁধা ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, খবর পেয়ে সাবেক বিজিবি সদস্য নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তর জন্য তাঁর লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
নিহতের স্ত্রী রাশিদা জানান, ওই রাতে তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। রাতে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে একা ছিলেন তার স্বামী। ঘুমিয়ে পড়ার সময় ঝুলবারান্দার দিকে একটি দরজা খোলা ছিল। ওই দরজা দিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ছেলের বউয়ের একটি লাগেজ ও একটি টিভি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
ওসি আরো জানান, ২০১৮ সালের ২৬ অক্টোবর চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে নায়েক সুবেদার হিসেবে অবসর নেন নুরুজ্জামান।