মুন্সীগঞ্জে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ সকালে মাহিন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়। এতে নিহত মাহিন্দ্রচালকের সহকারীর লাশ দেখতে উৎসুক লোকজনের ভিড়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত একজন হলেন মাহিন্দ্রর চালকের সহকারী রাকিব হোসেন (১৮)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তিনি অটোরিকশার  যাত্রী ছিলেন বলে জানা গেছে।

নিহত রাকিবের বাড়ি উপজেলার খাসমহল বালুচর গ্রামে। তাঁর বাবা প্রয়াত নেকবর হোসেন।

দুর্ঘটনায় আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, সকালে বেতকা-বালুচর সড়কের কালীনগর এলাকায় দৌড়ে রাস্তা পার হচ্ছিল একটি শিশু। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে বেতকাগামী মাহিন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বালুচরগামী অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।