ছাদে উঠে ‘মোবাইলে কথা’, পা পিছলে শিক্ষার্থী নিহত

Looks like you've blocked notifications!

রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় মোবাইলে কথা বলার সময় বাসার ছাদ থেকে পড়ে গিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল শরীয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আশরাফুল দ্বিতীয়। বড়ভাই মিজানুরের সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদার ওয়াপদা গলিতে থাকতেন তিনি। রামপুরার একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন আশরাফুল।

নিহত আশরাফুলের মামা দেলোয়ার হোসেন বাদশা জানিয়েছেন, গতকাল রাতে ছয়তলা বিল্ডিংয়ের ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে আশরাফুলকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।