আশুগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশুগঞ্জ তাপ-বিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন শিকদার, তারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস হাসান ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু। এ ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় উপজেলার শরীফপুর ইউনিয়নকে ৬-০ গোলে পরাজিত করে আশুগঞ্জ সদর ইউনিয়ন।