ঢাকাকে ‘সেফ সিটি’ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ঢাকা সিটিকে সেফ সিটি করা হবে। এ লক্ষ্যে সেফ সিটি নামে একটি প্রকল্প নেওয়া হবে। এ প্রকল্পের অধীনে পুরো ঢাকা সিটির সড়কগুলোকে নিরাপদ রাখতে সিসিটিভির আওতায় আনা হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি ৯৯৯ এ কল দিয়ে সেবাগ্রহণ সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৮ সাল থেকে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ‘সেফ সিটি’ প্রকল্পের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমরা ঢাকা সিটি করপোরেশনকে এ প্রকল্পের আওতায় আনব। পর্যায়ক্রমে আমরা অন্যান্য সিটি করপোরেশনগুলোকেও এ প্রকল্পের অন্তর্ভুক্ত করব।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে ৬৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কে ১৪ থেকে ১৬ হাজার সিসিটিভি বসানো হবে। তাহলে মূল সড়কগুলো সিসিটিভির আওতায় চলে আসবে। এখানো কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’ সব ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করেন তিনি। তিনি বলেন, ‘থানাগুলাতে ডিজিটাল জিডি (সাধারণ ডায়েরি) করার ব্যবস্থা করা হচ্ছে। এতে যে কেউ থানায় না গিয়ে অনলাইনে জিডি করতে পারবেন। এ জন্য এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রথমদিকে হারানো সংক্রান্ত জিডি অনলাইনে করার ব্যবস্থা করা হচ্ছে।’

৯৯৯-এর সেবার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক কোটি ৪২ লাখ মানুষ এ নম্বরে ফোন করে সেবা নিয়েছেন। দিনদিন এ এটি জনপ্রিয় হয়ে উঠছে। এ নম্বরে কল দিয়ে সেবা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।’ ৯৯৯-এর সেবা আরো বাড়াতে এ কর্মসূচিতে জনবল বাড়ানো হবে বলে জানান তিনি।