সাতকানিয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপি প্রার্থীর

Looks like you've blocked notifications!
সাতকানিয়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গাফ্ফার চৌধুরী। ছবি : এনটিভি

আসন্ন সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদান শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করেন আব্দুল গাফ্ফার চৌধুরী। একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘আজকে মাত্র মনোনয়নপত্র দাখিলের দিন। এই দিনেই আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে গাড়ির বহর নিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করা হয়েছে। কমিউনিটি সেন্টার ভাড়া করে গরু জবাই করে খাবারের আযোজন করা হয়েছে। আমার জানামতে, এটি সুস্পষ্ট নির্বাচণী আচরণবিধির লঙ্ঘন। যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হতেই থাকে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এ নির্বাচনও অতীতের নির্বাচনের মতো হাস্যকর হয়ে যাবে। নির্বাচনের প্রতি প্রার্থী ও ভোটারদের কোনো আগ্রহ থাকবে না।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা? এমন প্রশ্নের জবাবে আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এ দলের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি। এবং বেগম জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থাকব।’

এ সংবাদ সম্মেলনে সাতকানিয়া বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতকানিয়া পৌরবিএনপির সভাপতি হাজি মোহাম্মদ রফিকুল আলম, সুপ্রিম কোর্ট  বারের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়ার সভাপতি সেফায়েত উল্লাহ চক্ষুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর সাতকানিয়া উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।